১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ইন্দোনেশিয়ার সৈকতে ৩০০ রোহিঙ্গার সন্ধান

- সংগৃহীত

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের একটি সমুদ্র সৈকতে সোমবার প্রায় ৩০০ রোহিঙ্গা মুসলমানকে পাওয়া গেছে, খবর এপি।

কর্তৃপক্ষ জানিয়েছে যে সেনা, পুলিশ ও রেডক্রসের স্বেচ্ছাসেবীরা তাদের সরিয়ে নিয়েছেন। দলটি একটি নৌকায় করে উজং ব্ল্যাং সমুদ্র সৈকতে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা কৃর্তপক্ষকে খবর দেন।

বান্দা শক্তি সাবডিস্ট্রিক্ট মিলিটারি কমান্ডার রনি মহেন্দ্র জানান, কর্মকর্তারা দেখতে পান যে আগত রোহিঙ্গারা অবতরণের পরে তিনটি দলে ছড়িয়ে পড়েছিল।

রোহিঙ্গাদের ১৮১ নারী, ১০০ পুরুষ ও ১৪ শিশুকে আশ্রয় দেয়া হয়েছে এবং তারা স্থানীয় বাসিন্দা, পুলিশ, সেনা ও স্বাস্থ্য কর্মীদের কাছ থেকে সহায়তা পেয়েছেন।

‘এখন আমরা ঊর্ধ্বতনদের কাছ থেকে পরবর্তী নির্দেশের অপেক্ষায় রয়েছি,’ মহেন্দ্র বলেন।

এর আগে জুনে ইন্দোনেশিয়ার জেলেরা পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আচেহ উপকূলে একটি কাঠের নৌকায় ৯৪ ক্ষুধার্ত, দুর্বল রোহিঙ্গা মুসলমানকে খুঁজে পেয়েছিল। ইউএনবি


আরো সংবাদ



premium cement