২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সীমান্তে উত্তেজনা কমাতে সম্মত ভারত ও চীন

- ছবি : সংগৃহীত

ভারত ও চীন উভয় দেশ সীমান্তে উত্তেজনা কমাতে সম্মত হয়েছে। এশিয়ার পরমাণু ক্ষমতা সম্পন্ন দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যকার এক বৈঠকের পর এ সিদ্ধান্ত আসে। খবর রয়টার্সের।

রাশিয়ার মস্কোতে সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠক শেষে শুক্রবার গভীর রাতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গি বৈঠক করেছেন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, উভয় দেশই এই সিদ্ধান্তে পৌঁছায় যে সীমান্তে উত্তেজনা তৈরি হয় এমন কোন কার্যক্রম থেকে দুই দেশই বিরত থাকবে।

বৈঠক সম্পর্কে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তার ওয়েবসাইটে পোস্ট করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়েই বলেন, দুই পক্ষই শান্তি রক্ষার চেষ্টা চালিয়ে যাবে এবং বর্তমান উত্তেজনা প্রশমনে কাজ করবে।

তিনি আরো বলেন, সম্প্রতি উত্তেজনা সৃষ্টির দায় পুরোপুর ভারতের। চীন তার জাতীয় সার্বভৌমত্ব ও অঞ্চল রক্ষায় বদ্ধপরিকর।

চীন ভারতকে সেনা নিয়ন্ত্রণ জোরদার, উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকা এবং “ইচ্ছাকৃতভাবে উস্কানি ও নেতিবাচক তথ্য প্রচার থেকে বিরত থাকার" আহ্বান জানায়। রয়টার্স


আরো সংবাদ



premium cement