১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক মহড়া

দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক মহড়া - সংগৃহিত

দক্ষিণ চীন সাগরে চীন যে সামরিক মহড়া চালিয়েছে তার সমালোচনা করেছে আমেরিকা তবে সে সমালোচনাকে একেবারেই পাত্তা দেয় নি বেইজিং। চীন বলছে, দেশের সার্বভৌম সীমানার মধ্যেই তারা সামরিক মহড়া চালিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন ঝাও লিজিয়ান গতকাল (শুক্রবার) রাজধানী বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। এর আগে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন দক্ষিণ চীন সাগরে চীনের এই সামরিক মহড়ার কারণে উদ্বেগ প্রকাশ করে।

বৃহস্পতিবার পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ চীন সাগরের বিতর্কিত পানিসীমায় চীনের সামরিক মহড়া চালানো উস্কানিমূলক তৎপরতা। এ এলাকায় উত্তেজনা কমানো এবং স্থিতিশীলতা রক্ষার জন্য যে প্রচেষ্টা চলছে চীনের এই পদক্ষেপ তার জন্য হিতে বিপরীত হবে।

এ প্রসঙ্গে ঝাউ লিজিয়ান বলেন, এ অঞ্চলের বাইরের অনেক দেশ বহুদূর পথ পাড়ি দিয়ে দক্ষিণ চীন সাগরে এসে সামরিক মহড়া চালায় এবং তাদের কর্মকাণ্ডই অঞ্চলিক অস্থিতিশীলতার মূল কারণ। চীনা মুখপাত্র তার ব্রিফিংয়ে কোনো দেশের নাম উল্লেখ করেন নি তবে আমেরিকাকে লক্ষ্য করেই তিনি এ বক্তব্য দিয়েছেন -এটি পরিষ্কার।

গত ১ জুলাই থেকে চীন দক্ষিণ চীন সাগরের সিসা দ্বীপপুঞ্জের কাছে পাঁচদিনব্যাপী সামরিক মহড়া শুরু করেছে। ভিয়েতনাম এবং চীন দুদেশই এই দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে থাকে। পার্সটুডে


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল