২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
করোনাভাইরাস

এশিয়ায় ভারতকে পেছনে ফেলে শীর্ষে তুরস্ক

- ছবি : সংগৃহীত

এশিয়ায় করোনা আক্রান্তের শীর্ষ দেশ এখন তুরস্ক। বুধবার ভারতকে পেছনে ফেলে দেশটি মৃত্যু ও আক্রান্তের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে। আর সারাবিশ্বে আক্রান্তের তালিকায় তুরস্ক রয়েছে নবম অবস্থানে। তথ্য বিশ্ব জরিপ সাইট ওয়ার্ল্ডোমিটারস।

তুরস্কে বর্তমানে মোট আক্রান্ত এক লাখ ৫৮ হাজার ৭৬২ ও মৃত্যু চার হাজার ৩৯৭ জন। আর ভারতে আক্রান্ত এক লাখ ৫৩ হাজার ২৯১। তবে তুরস্কের স্বাস্থ্য ব্যবস্থার তৎপরতায় দেশটিতে সুস্থ হয়েছে এক লাখ ২১ হাজার ৫০৭ জন। দেশটিতে মৃত্যুর হারও ইউরোপের অন্য দেশের তুলনায় কম।

গত ১০ মার্চ প্রথম আক্রান্ত শনাক্তের পর থেকেই দেশটি নানা পদক্ষেপের পরও এপ্রিলের মাঝামাঝি সংক্রমণ বেড়ে যায়। তবে পরিস্থিতি আগের তুলনায় বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে আসায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা এখন হাজারের নীচে। গত ২৪ ঘন্টায় তুরস্কে নতুন আক্রান্তের সংখ্যা ৯৪৮ ও মৃতের সংখ্যা ২৮ জন।

সূত্র : ওয়ার্ল্ডোমিটারস


আরো সংবাদ



premium cement

সকল