২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

চীন-ভারত মুখোমুখি : লাদাখে ফের উত্তেজনা

-

ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে লাদাখে। পূর্ব লাদাখে ভারত-চীন প্রকৃত সীমান্তরেখার বেশ কিছু অঞ্চলে দুইটি দেশের সেনাবাহিন‌ী মুখোমুখি। ২০১৭ সালে ডোকলামের পর সীমান্তে দু'দেশের সবচেয়ে বড় সেনা সমাবেশের আভাস মিলেছে। শীর্ষস্থানীয় সেনাসূত্রের বরাতে জানা যাচ্ছে, প্যানগং সো ও গালওয়ান উপত্যকায় শক্তি বাড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী। অন্যদিকে ওই দুই অঞ্চলে ২০০০ থেকে ২৫০০ চীনের সেনা মোতায়েন করা হয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক ভারতীয় এক শীর্ষ সেনা কর্মকর্তা জানিয়েছেন, ‘ভারতীয় সেনাবাহিনীর শক্তি এই অঞ্চলে যথেষ্ট বেশি রয়েছে।'

চীনা সৈন্যদের বিরুদ্ধে সীমান্তের বহু উল্লেখযোগ্য স্থানে সীমান্ত পার হয়ে ভারতে ঢোকার অভিযোগ রয়েছে ভারতের। বিষয়টি নিয়ে ভারতীয় বাহিনী যথেষ্ট উদ্বিগ্ন। দেশটির অবসরপ্রাপ্ত নর্দান আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা বলেছেন, ‘বিষয়টা গুরুতর। এটা কোনও সাধারণ সীমা উল্লঙ্ঘন নয়।' তার মতে গালওয়ানের মতো এলাকায় সীমান্ত অতিক্রম উদ্বেগের বিষয়। কেননা ওই সীমান্তরেখায় কোনও সমস্যা নেই।


গত দুই সপ্তাহে গালওয়ান উপত্যকায় শক্তি বাড়িয়েছে চীন। ১০০টি ক্যাম্প তৈরি করেছে চীনা সেনারা। বাঙ্কার নির্মাণের ভারী উপকরণও মজুত করা হয়েছে সেখানে।

সূত্রানুসারে, ভারতীয় সেনাবাহিনী ‘আক্রমণাত্মক টহলদারি' শুরু করেছে ডেমচক ও দৌলত বাগ ওল্ডি সহ বহু স্থানে।
৫ মে দুই দেশের সৈন্যদের মাঝে সংঘর্ষের পর থেকেই পূর্ব লাদাখের পরিস্থিতি ক্রমেই খারাপ হয়েছে। ওইদিন ভারতীয় ও চীনা বাহিনী সংঘর্ষে লিপ্ত হয়েছিল লোহার রড, লাঠি নিয়ে। এমনকী পাথর ছোড়াও হয়েছিল। জখম হয়েছিলেন উভয়পক্ষের সেনারাই।

২০১৭ সালে ডোকলামে দু'দেশের সেনার মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। এনডিটিভি অনলাইন


আরো সংবাদ



premium cement
অবৈধ সম্পদ : এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে চাপম্যান-আফ্রিদির উন্নতি থানচিতে ট্রাকে দুর্বৃত্তদের গুলি চীনের আনহুই প্রদেশের সাথে ডিএনসিসি’র সমঝোতা স্মারক সই আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ : ২ শতাধিক ককটেল বিষ্ফোরণ, আহত ৫ রাঙ্গামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে নিহত ৬, আহত ৮ প্রতিবাদ সমাবেশকারীদের গ্রেফতারের নিন্দা জামায়াতের ‘সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না’ ফরিদপুরে বেইলি ব্রিজ অপসারণ করে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ঈশ্বরদীতে তাপমাত্রা ৪১.২ ডিগ্রি বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়তে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য

সকল