২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চীনের সেই মরুভূমি এখন মরুদ্যান!

চীনের সেই মরুভূমি এখন মরুদ্যান! - সংগৃহীত

মরুভূমি থেকে মরুদ্যানে পরিণত হলো মাওয়ুসু ডেসার্ট। উত্তর চীনের সঙ্গে মঙ্গোলিয়ার সীমান্তেই ছিল এই মরুভূমি। কয়েক দশরে কঠোর পরিশ্রমের পর চীনের ম্যাপ থেকে উধাও হয়ে গেছে আস্ত মরুভূমি। এখন সেই মরুভূমির ৯৩.২৪ শতাংশ এলাকাই সবুজে ঢেকেছে। ১৯৫০ সালেও মাওয়ুসু মরুভূমির বিস্তীর্ণ এলাকা ছিল পাথুরে ও বালুকাময়।

চীনের উলিন টাউনের পাশে এই মরুভূমি থাকার জন্য বেশ সমস্য হতো শহরবাসীর। মাঝেমধ্যেই মরুঝডে. বালিতে ভরে যেত শহর। এর ফলে তিনবার উলিন শহরকে জায়গা ছেডে. সরে যেতে হয়েছিল। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। তাই স্থানীয় গ্রামবাসীরা মরুভূমিতে গাছ-পালা লাগানোর কাজ শুরু করেন। চীনের সরকারও গ্রামবাসীর কাজে সহায়তা করে মরু বাস্তুতন্ত্র পাল্টাতে পরিকল্পনা হাতে নেয়। কয়েক দশক ধরে সেই কাজ চলতে থাকলে একদা বালির দেশ পরিণত হয় সবুজে ঘেরা মরুদ্যানে।

পূবের কলম


আরো সংবাদ



premium cement