২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

চীনা নগরীতে বন্যপ্রাণী বাজারে নিষেধাজ্ঞা

চীনা নগরীতে বন্যপ্রাণী বাজারে নিষেধাজ্ঞা - সংগৃহীত

চীন শেনজেন শহরে বন্যপ্রাণী নিলাম ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেশটির নীতিনির্ধারকেরা। কাতারে সংবাদ সংস্থা আল জাজিরার বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানা যায়।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু এই চীনে। ধারণা করা হয় চীনের উহান শহরে এক বন্যপ্রাণীর কাচাবাজার থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে । ওই বাজারে প্যাঙ্গোলিন, বন্য বিড়াল, কুকুর মাছ, মাংস একসাথে বিক্রি হতো।

তাই শেনজেনের কর্তৃপক্ষ বন্যপ্রাণী বাণিজ্য অর্থাৎ কেনা-বেচায় স্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করে। চীনের কেন্দ্রীয় সরকার এর আগে ভাইরাস প্রাদুর্ভাবের সময় সারাদেশে অস্থায়ীভাবে এই নিষেধাজ্ঞা দিয়েছিল।

শেনজেনে এখন সাপ, টিকটিকি, অন্য বন্যপ্রাণীসহ কুকুর ও বিড়ালের মাংস বিক্রিতেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এই আইন ভঙ্গ করছে শাস্তির ব্যাপারেও কড়া নির্দেশ দিয়েছে তারা। জরিমানার শাস্তি ২১ হাজার ৪০০ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে।

উল্লেখ্য, চীনে এখন করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলে এসেছে। বৃহস্পতিবার পর্যন্ত চীনে মোট আক্রান্ত ৮১ হাজার ৫৫৪ জন। তবে আর নতুন করে আর কারো আক্রান্ত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement