২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

করোনায় আক্রান্ত হয়ে ‘কাইশ্যা’ খ্যাত জাপানি অভিনেতার মৃত্যু

- সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিখ্যাত জাপানি কৌতুক অভিনেতা কেন শিমুরা মারা গেছেন। বাংলাদেশে তিনি বেশি পরিচিত ‘কাইশ্যা’ নামে। মৃত্যুর কালে তার বয়স হয়েছিল ৭০ বছর। দিনকয়েক আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর রোববার রাতে শ্বাসকষ্ট নিয়ে মারা যান তিনি।

জাপানি কৌতুক অভিনেতা কেন শিমুরার মৃত্যুর খবরটি সংবাদ সংস্থা আইজাওয়া নিশ্চিত করেছে। তিনি এই এজেন্সির সাথে কাজ করতেন।

জানা যায়, গত ১৭ মার্চ কেন শিমুরার শরীরে করোনাভাইরাসের লক্ষণ ধরা পড়ার পর ২০ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর গত ২৩ মার্চ করোনা পরীক্ষায় তার কোভিড-১৯ শনাক্ত হয়। এদিকে কেন শিমুরার মৃত্যুতে জাপানে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাকে জাপানের ‘রবিন উইলিয়ামস’ বলা হয়।

উল্লেখ্য, ১৯৭৪ সালে কৌতুক অভিনেতা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন শিমুরা ওরফে কাইশ্যা। চার্লি চ্যাপলিনের মতো গোফ নৃত্যের জন্য তিনি জাপানজুড়ে বিখ্যাত ছিলেন। শিমুরা ওরফে ক্যাইশার অনেক কমেডি ভিডিও বাংলায় ডাবিং হয়েছে। বাংলাদেশ তার ভিডিও'র ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পন্ত জাপানে ১৭৩ জনের মৃত্যু হয়েছে। সূত্র : সিএনএন


আরো সংবাদ



premium cement