২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ৫০টি দোকান পুড়ে ছাই, ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি - ছবি : নয়া দিগন্ত

রাঙ্গামাটির শহরের কলেজ গেইট বাজারে অগ্নিকাণ্ডে ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবারাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থাণীয় জনগন ফায়ার সার্ভিস, সেনা বাহিনীর লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এত ২ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে রাঙ্গামাটি ও কাউখালী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৩টার দিকে একটি বিকট শব্দে সকলের ঘুম ভেঙে যায়। এই সময় বাইরে বের হয়ে দেখি কলেজ গেইট এলকায় আগুন জ্বলছে। মুহুর্তের মধ্যে আগুন পুরো কলেজ গেইট এলাকায় ছড়িয়ে পড়ে। কাছে সেনা জোন থাকায় সেনা বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে ছুটে আসেন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে থাকে। তবে পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে সমস্যা হয়েছে।

আগুনে কলেজ গেইট এলাকার ৫০টিরও অধিক মুদির দোকান, চায়ের দোকান, ইলেক্ট্রনিক্সের দোকান পুড়ে গেছে। ঘটনাটি রাতে বেলা হওয়ায় কেউ কোনো মালামাল বের করতে পারেনি।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রতন কুমার নাথ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পুরো বাজারজুড়ে আগুন ধরে গেছে। পরিস্থিতির ভয়বহতা দেখে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে পার্শবর্তী কাউখালী ফায়ার স্টেশনকে খবর দেয়া হয়। তারাও এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসনের কর্মকর্তারাও ছুটে আসেন।


আরো সংবাদ



premium cement
রিজওয়ানকে টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যাডম্যান বললেন আফ্রিদি গোবিন্দগঞ্জে ট্রাক্টরচাপায় নারী নিহত অভিযোগ করার পর ইনসুলিন ইঞ্জেকশন কেজরিওয়ালকে! হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা তালায় আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে জামায়াতের সহায়তা প্রদান শেরপুরের মহাসড়ক যেন মরণ ফাঁদ বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট আবারো বৃষ্টির শঙ্কা দুবাইয়ে, চিন্তা বাড়াচ্ছে ইউরোপ সিদ্ধিরগঞ্জে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা মানিকগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রকৌশলী নিহত ডা. জাফরুল্লাহ্ চৌধুরী ছিলেন সমাজ বিপ্লবী

সকল