২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

করোনা ছোবলে ২,২৩৬ জনের মৃত্যু

- ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনে বৃহস্পতিবার১১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। শুক্রবার চীন কতৃপক্ষ জানায় এর ফলে দেশব্যাপী মৃত্যুর সংখ্যা ২ হাজার ২৩৬ জনে পৌঁছেছে।

আগের তিন দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোভিড-১৯ রোগীর সংখ্যা কমলেও গতকাল থেকে আবারো বেড়েছে প্রাণঘাতী এ রোগের সংখ্যা। বৃহস্পতিবার চীনে ৮৮৯ জন নতুন করে কোভিড-১৯ আক্রান্ত বলে জানা গেছে। যাদের মধ্যে ৪১১ জনই হুবেই প্রদেশের যেখান থেকে এই মহামারীর উৎপত্তি।

দেশজুড়ে সংক্রমণের সর্বশেষ সংখ্যা এখন ৭৫ হাজার ৪৬৫ এ পৌঁছেছে।

এরআগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. টেডরস আধানম গোবিয়াসেস জেনেভায় জানিয়েছেন, নতুন করে আক্রান্তের সংখ্যা কমে যাওয়া ভালো লক্ষণ। তবে তা ধারাবাহিকভাবে কমতে থাকে কি না সেটাই দেখার বিষয়। আলজাজিরা।


আরো সংবাদ



premium cement