১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

করোনাভাইরাসে মারা গেলেন উহান হাসপাতালের প্রধান!

- ছবি : সংগৃহীত

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের উচ্যাং হাসপাতালের প্রধান ডা. লিউ ঝিমিং যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে গণমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু চীনা স্বাস্থ্য কতৃপক্ষ জানায় তিনি এখনো চিকিৎসাধীন।

চীনা গণমাধ্যমে প্রকাশিত হয়, উহান হাসপাতালের প্রধান ডা. লিউ ঝিমিং সোমবার মারা গেছেন। কিন্তু হুবেই স্বাস্থ্য কতৃপক্ষ বলেন, ড. লিউ ঝিমিং এখনো জীবিত আছেন।

বেঁচে আছেন নাকি মারা গেছেন এ রকম একই প্রশ্ন উঠেছিল ড. লি উয়েনলিয়াংয়ের ক্ষেত্রে। যিনি এ মাসের প্রথম দিকে মারা যান। করোনাভাইরাস মারাত্মক আকার নিতে চলেছে সর্বপ্রথম তিনিই এমনই সতর্কতা জারি করেছিলেন। যার কারণে তাকে সরকারিভাবে হেনস্থা হতে হয়েছিল। শেষ পর্যন্ত মারাত্মক সেই ভাইরাসে মৃত্যু হয় চিকিৎসক লি ওয়েনলিয়াংয়ের।

শুক্রবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয় জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন। একই সাথে চীনে ১৭০০ চিকিৎসা কর্মী করোনাভাইরাসে আক্রান্ত বলে জানায় বেইজিং কতৃপক্ষ।

কোভিড-১৯ নামে পরিচিত এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বব্যপী কমপক্ষে ১ হাজার ৮৮৬ জন মারা গেছেন ও ৭২ হাজার ৪৩৬ জনের বেশি আক্রান্ত বলে দাবি করা হয়েছে।


আরো সংবাদ



premium cement