১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

বেদম হাসতে গিয়ে চোয়াল আটকে ভীষণ বিপদে এই নারী

- ছবি : সংগৃহীত

চোয়াল আটকে যাওয়ার সমস্যা বড় আজব। আরও আজব হয় যদি হাসতে হাসতে আর মুখই না বন্ধ করতে পারেন। ট্রেনে এই মহিলার পক্ষেও বিষয়টা এমনই যন্ত্রণার হয়ে দাড়িয়েছিল। চীনের এক অদ্ভুত ঘটনায় ট্রেনযাত্রী একজন মহিলা এত জোরে হেসেছিলেন যে তার চোয়ালটি স্থানচ্যুত হয়ে লক হয়ে যায়।

গুয়ানচা সংবাদ জানিয়েছে, চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংজু দক্ষিণ রেলস্টেশন যাওয়ার একটি ট্রেনের মধ্যে এই ঘটনাটি ঘটে। গত রোববার, ওই মহিলা ট্রেনে চেপে যাওয়ার সময় কোনও একটি ঘটনায় খুব জোরে জোরে হাসছিলেন। হঠাৎ করেই হাসতে গিয়ে চোয়ালে তালা! ব্যাস, পা পারেন মুখ বন্ধ করতে না পারেন কাউকে কিছু বলতে। আচমকা চোয়াল আটকে গিয়ে সে এক ভয়ানক বিপত্তি! ভাগ্যিস ট্রেনে একজন ডাক্তার ছিলেন তাকে সাহায্য করার জন্য।

সূত্রের খবর, ট্রেনেই সাহায্যের জন্য প্রচার করা হতে থাকে, মেডিকেল সহায়তার আবেদন কানে আসতেই সাড়া দেন লিওয়ান হাসপাতালের ডাক্তার লুও ওয়েনশেং।

“আমি ছুটে এসে দেখলাম ওই যাত্রী কথাও বলতে পারছেন না, এমনকি মুখ বন্ধ করতেও পারছে না,” বলেন ডাঃ ওয়েনশেং।

তিনি বলেন, “ওর মুখ থেকে লালা গড়িয়ে পড়ছিল, তাই আমি প্রাথমিকভাবে ভেবেছি যে তার স্ট্রোক হয়েছে। তখন আমি তার রক্তচাপ মাপি, তারপরে তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি এবং বুঝতে পারি যে আসলে তার চোয়ালটি স্থানচ্যুত হয়ে গিয়েছে।"

দ্বিতীয়বারের চেষ্টায় ডাক্তার তার চোয়ালটি ফের জায়গায় বসিয়ে দেন। চিকিৎসক বলেন, “তিনি সামান্য অন্যমনস্ক হতেই আমি টেনে চোয়ালটা আবার জায়গায় বসিয়ে দিই এবং ভাগ্যক্রমে ঠিকঠাকই বসে যায় সেটা।”

ওই যাত্রী আরও জানিয়েছেন যে, এর আগেও একবার যখন তার গর্ভাবস্থা চলছিল তখন বমি করতে গিয়ে একবার তার চোয়াল আটকে গিয়ে এমনই বিপত্তি হয়েছিল।


আরো সংবাদ



premium cement

সকল