২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

কবি মুহাম্মদ রেজাউল করিম গুরুতর অসুস্থ, দোয়া কামনা

কবি মুহাম্মদ রেজাউল করিম - ফাইল ছবি

কবি মুহাম্মদ রেজাউল করিম গুরুতর অসুস্থ। তিনি লিভারের জটিলতাসহ নানান রোগে আক্রান্ত হয়ে জামালপুরের নিজ বাসভবনে চিকিৎসা নিচ্ছেন।

জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক মেধাবী ছাত্র এবং জামালপুর শহীদ জিয়াউর রহমান কলেজের ইংরেজি বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কবি রেজাউল করিম একজন নির্ভৃতচারী কবি।

তার উল্লেখ্যযোগ্য কাব্য গ্রন্থ: বোধের আড়ালে বোধ (১৯৯৬), ফুটুক তবে ফাল্গুন (২০০), বিলম্বিত ভোর ( ২০১২), রাঙাবোই দূরের ভুবন (২১৪)।

কবি আল মাহমুদ যার কবিতা পাঠ করে মন্তব্য করেছেন, ‘তার কবিতা পাঠকের মনে পুলক সৃষ্টিতে সক্ষম। তিনি একজন কবি।’

কবি রেজাউল করিম তার আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।


আরো সংবাদ



premium cement