২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ভ্রষ্টাচার

আবদুল লতিফ জনি - ছবি : সংগ্রহ

ধর্ষণে আজ ধর্ষিত জাতি ধর্ষক সেজেছে রাজা-
মহা উৎসবে চলিছে ধর্ষণ, কে দিবে কাকে সাজা।
ওগো মোর দেশ ওগো স্বাধীনতা করিতেছো মহা ভুল-
দিনে দিনে শুধু বাড়িতেছে দেনা ডুবিতেছে জাতিকূল।
ধর্মের বাণী নীরবে কাঁদে ভ্রষ্ট হলো সব নীতি -
সুখের স্বর্গ
সোনা ভরা দেশে
গৌরবের হলো ইতি।।
বিবেক যেখানে বর্জিত হয়ে কলুষিত হয়
মন-
নারী ও শিশুরা করে আহাজারী ভীতিকর প্রতিক্ষণ।।
প্রেম যেখানে প্রতারিত হয় আবেগ হয় লাঞ্ছিত
মানবতা সেথা পদদলিত হয়, মমতা হয় বঞ্চিত।।
রঙে আর ডঙে , পূজা পার্বনে মসজিদ মন্দিরে বসবাস-
ধর্মে বর্ণে কত মাখামাখি হাজার বছরের
ইতিহাস।।
পাপের তুলিতে আঁকিতেছে ছবি দানবের অট্টহাসী-
নিঠুর কর্মে মজিয়া মত্ত ধংস্বিত সর্বগ্রাসী।।


আরো সংবাদ



premium cement