২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

চিলিতে দাবানলে মৃত ২৩, আহত ৯৭৯

চিলিতে দাবানলে মৃত ২৩, আহত ৯৭৯ - ছবি : সংগৃহীত

চিলিতে শতাধিক ভয়াবহ দাবানলে অন্তত ২৩ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৯৭৯ জন। গরম হাওয়ার তীব্রতার কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে দেশটিতে।

জানা গেছে, দাবানলের তারণে দেশটির কর্তৃপক্ষ ওই অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরে যেতে জরুরি আদেশ দিয়েছে।

শনিবার দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় এক হাজার ১০০ লোককে সরিয়ে নেয়া হয়েছে। যাদের মধ্যে ৯৭৯ জন অগ্নিশিখায় আহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে, অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। তবে আগুন ছড়িয়ে যাওয়া বন্ধ করে আমরা কাজ করে যাচ্ছি।

চিলির জাতীয় বনবিভাগ সংস্থা কোনাফ জানিয়েছে, ২৩১টি দাবানলের মধ্যে অন্তত ৮১টি জ্বলছে। বাকিগুলো মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তবে শনিবার আরো অন্তত ১৬টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ গোলার্ধের কোনো কোনো অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছেছে। দাবানলে অন্তত ৪৪ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে।

এদিকে দাবানল নিয়ন্ত্রণে চিলিকে প্লেন ও অগ্নিনির্বাপকর্মী দিয়ে সাহায্য করার কথা বলেছে স্পেন, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ইকুয়েডর, ব্রাজিল, ভেনিজুয়েলা।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement