১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ইকুয়েডরে বিস্ফোরণে ৫ জনের মৃত্যুর ঘটনায় সংঘবদ্ধ চক্রকে দায়ী

- ছবি - সংগৃহীত

ইকুয়েডরের বন্দর নগরী গুয়াইয়াকুইল নগরীতে বিস্ফোরণের ঘটনায় সরকার সংঘবদ্ধ চক্রকে দায়ী করেছে। এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পাঁচজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

প্রেসিডেন্ট গুইলার্মো লাসো দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী গুয়াইয়াকুইলে জরুরি অবস্থা ঘোষণা করেন। ওই বিস্ফোরণে সেখানে আটটি বাড়ি ও দুটি গাড়ি বিধ্বস্ত হয়।

টুইটারে দেয়া এক বার্তায় লাসো সতর্ক করে দিয়ে বলেন, তার সরকার দেশকে নিয়ন্ত্রণের চেষ্টার ক্ষেত্রে সংঘবদ্ধ অপরাধ বরদাস্ত করবে না।

এক সংবাদ সম্মেলনে নিরাপত্তা সেক্রেটারি বলেন, ইকুয়েডরের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এ নগরীতে রোববার থেকে জরুরি অবস্থা কার্যকর করা হয় এবং সেখানে তা ৩০ দিন বলবৎ থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও কারিলো বলেন, নিহত পাঁচজনের পরিচয় জানা গেছে এবং তাদের কারো বিরুদ্ধে অপরাধ সংঘটনের কোনো প্রমাণ নেই।

তিনি আরো বলেন, এ বিস্ফোরণে ১৭ জন আহত হন। এ ঘটনায় তিনি দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসায় জড়িত সংঘবদ্ধ অপরাধী চক্রকে দায়ী করেন।

টুইটার বার্তায় কারিলো আরো বলেন, ‘এটি হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।’


আরো সংবাদ



premium cement