২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ব্রাজিলে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

ব্রাজিলে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড - ছবি : সংগৃহীত

ব্রাজিলে প্রতিদিনের হিসাবে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে এক লাখ ৩৭ হাজারেরও বেশি লোক এ ভাইরাসে সংক্রমিত হওয়ায় এ রেকর্ড হলো। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

২১ কোটি ৩০ লাখ জনসংখ্যার দক্ষিণ আমেরিকার এ দেশ হচ্ছে মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম।

সর্বশেষ হিসাব অনুযায়ী, করোনা ভাইরাসে দেশটির ছয় লাখ ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিক থেকে ব্রাজিল কেবলমাত্র যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র হচ্ছে এ মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৩২ লাখ ১৫ হাজার ৫৫১ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২১ হাজার ৫৭৮ জনের।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


আরো সংবাদ



premium cement