১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

কলম্বিয়ার মোস্ট ওয়ান্টেড মাদক পাচারকারী আটক

দাইরো অ্যান্টোনিয়ো উসুগা - ছবি : সংগৃহীত

কলম্বিয়ার নিরাপত্তা বাহিনী ওই দেশের মোস্ট ওয়ান্টেড মাদক পাচারকারী দাইরো অ্যান্টোনিয়ো উসুগাকে আটক করেছে।

ওতোনিয়েল নামে পরিচিত ৫০ বছর বয়স্ক এই মাদক পাচারকারীকে উরাবা অঞ্চলের গ্রাম এলাকা থেকে শনিবার আটক করা হয়।

প্রেসিডেন্ট ইভান ডুকু এই আটককে তিন দশক আগে কুখ্যাত মাদক পাচারকারী পাবলো এসকোবারকে গ্রেফতারের সাথে তুলনা করেছেন।

প্রেসিডেন্ট বলেন, ওতোনিয়েল যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাঠিয়েছেন। সেইসাথে পুলিশ হত্যা করেছেন, শিশুদের নিয়োজিত করেছেন।

তার সম্পর্কে তথ্য প্রদান করা হলে তিন বিলিয়ন পিশো (প্রায় আট লাখ ডলার) দেয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। আর যুক্তরাষ্ট্র তার সন্ধান দিতে পারলে ৫০ লাখ ডলার দেবে বলে জানিয়েছিল।

ওতোনিয়েল কুখ্যাত মাদক পাচারকারী গ্রুপ ক্লান ডেল গোলফো বা গালফ ক্লানের নেতা। এই দলের সদস্য সংখ্যা ১২ শ'।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement