২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পেরুতে করোনায় দুই লক্ষাধিক লোকের মৃত্যু

পেরুতে করোনায় দুই লক্ষাধিক লোকের মৃত্যু -

বিশ্বের মধ্যে পেরুতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে জনসংখ্যা অনুপাতে সবচেয়ে বেশী মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২৫ জনের মৃত্যু হয়েছে। ২০২০ সালের মার্চে মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ জনে।

পেরুর ৩ কোটি ৩০ লাখ জনসংখ্যার মধ্যে ২২ লাখ লোক কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। দেশটিতে প্রতি ১০ লাখের মধ্যে ৬ হাজার ৬৫ জনের মৃত্যু হয়েছে, পেরুতে কোভিড-১৯ এ মৃত্যুর হার বিশ্বে সর্বোচ্চ।

করোনার ভ্যাকসিন প্রদান বৃদ্ধি সত্ত্বেও দেশটিতে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক, কর্তৃপক্ষ করোনার ডেল্টা ভেরিয়ান্টের নতুন সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন।
সূত্র : বাসস

দেখুন:

আরো সংবাদ



premium cement