২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

কারাগারে সহিংসতা : ইকুয়েডরে ১০০ ছাড়াল বন্দী মৃত্যু সংখ্যা

কারাগারে সহিংসতা : ইকুয়েডরে ১০০ ছাড়াল বন্দী মৃত্যু সংখ্যা - ছবি : সংগৃহীত

ইকুয়েডরের গুয়ায়েকিলের একটি কারাগারে বন্দুক যুদ্ধ ও বিস্ফোরণে বন্দী মৃত্যুর সংখ্যা এক শ’ ছাড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫২ জন।

সরকারি কারাগার কর্তৃপক্ষ বুধবার এ কথা জানায়।

আঞ্চলিক পুলিশ কমান্ডার জেনারেল ফাস্তো বুয়েনানো জানান, মঙ্গলবার বন্দুক যুদ্ধ এবং গ্রেনেড বিস্ফোরণে এসব বন্দী প্রাণ হারিয়েছে।

কারাগার কর্তৃপক্ষ টুইট করে বলেছে, এক শ’ বেশি বন্দীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছে আরো ৫২ জন।

জাতীয় প্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়েছে, অন্তত ছয়জনের শিরচ্ছেদ করা হয়েছে। কারাগারের নিয়ন্ত্রণ নিতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছে। কারণ বন্দীরা পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য বন্দুক হামলা চালিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো টুইট করে কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে বলেছেন, তিনি দেশে ‘ব্যতিক্রমী পরিস্থতি’ ঘোষণা করেছেন। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি সামরিক শক্তি ব্যবহার করতে পারবেন।

এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় তিনি একটি নিরাপত্তা কমিটিরও নেতৃত্ব দেবেন বলে জানান।

মেক্সিকোর মাদক চক্রের সাথে জড়িত থাকার কারণে ইকুয়েডরের কারাগারগুলোতে বিবদমান গ্রুপের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই দ্বন্দ্ব সংঘাত ঘটে থাকে। সম্প্রতি এ সহিংসতা বেড়ে গেছে।

দেশটির মানবাধিকার সংস্থা অমবুডসম্যান বলেছে, দেশটিতে ২০২০ সালে কারাগারে দাঙ্গায় ১০৩ জন নিহত হয়েছে।


আরো সংবাদ



premium cement
সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক

সকল