১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

হাইতি : প্রধানমন্ত্রীকে শাস্তি দিতে গিয়ে নিজেই বরখাস্ত!

প্রসিকিউটর - ছবি : সংগৃহীত

গত ৭ জুলাই নিজের বাসভবনে নিহত হন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইজে৷ ক্যারিবীয় দেশটি সেই থেকে আবার চরম রাজনৈতিক অস্থিরতার ঘূর্ণাবর্তে৷

প্রেসিডেন্ট হত্যায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে৷ গ্রেফতার হওয়াদের মধ্যে ১৮ জন কলম্বিয়ার, দুজন যুক্তরাষ্ট্রের আর বাকি ২৪ জন হাইতির নাগরিক৷

কিন্তু প্রসিকিউটর চেয়েছিলেন নাটের গুরুকে ধরতে৷ সত্যানুসন্ধানে নেমে মনে হয়েছিল খোদ প্রধানমন্ত্রীও সন্দেহের ঊর্ধ্বে নন। আর তাতেই বাধে বিপত্তি৷

মঙ্গলবার এক চিঠিতে প্রধানমন্ত্রী আরিয়েল হেনরিকে জিজ্ঞাসাবাদ করার অনুরোধ জানিয়েছিলেন প্রসিকিউটর৷ বিচারক গ্যারি ওরেলিয়েনকে তিনি লিখেছিলেন, প্রধানমন্ত্রীও হত্যাকাণ্ডের সাথে জড়িত এমনটি মনে করার মতো যথেষ্ট আলামত তার কাছে রয়েছে৷

তিনি জানান, রেকর্ড করা ফোন কল বলছে, প্রেসিডেন্ট নিহত হওয়ার কিছুক্ষণ আগে মূল সন্দেহভাজনদের একজনের সাথে দুবার কথা বলেছেন প্রধানমন্ত্রী৷ প্রথমবার ৭ জুলাই ভোর চারটা তিন মিনিটে আর দ্বিতীয়বার চারটা ২০ মিনিটে৷ এ মুহূর্তে পলাতক জোসেফ বাডিও নামের সেই সন্দেহভাজন প্রেসিডেন্টের বাসার খুব কাছেই ছিলেন৷ এর একটু পরেই একদল লোক প্রেসিডেন্টকে বাসায় ঢুকে গুলি করে হত্যা করে৷

মূল সন্দেহভাজনদের একজনের সাথে কথোপকথনের কারণ অন্বেষণের জন্য জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর হাইতির বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা আরোপেরও সুপারিশ করেছিলেন প্রসিকিউটর৷

কিন্তু হাইতির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অনুমতি ছাড়া প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা যায় না৷ দেশে এখন কোনো প্রেসিডেন্ট নেই, তাই সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করাও সম্ভব নয়৷

এই পরিস্থিতির ‘সুবিধা' নিয়ে বুধবার প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি উল্টে প্রসিকিউটরকেই বরখাস্ত করে দেন৷ এক চিঠিতে বেড-ফোর্ড ক্লাউডেকে তিনি লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আপনাকে আপনার (প্রসিকিউটরের) পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷'

এদিকে প্রসিকিউটরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশকে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন হাইতির বিচার মন্ত্রী রকফেলার ভিনসেন্ট৷ মন্ত্রণালয় মনে করে প্রসিকিউটরের জীবন এখন ঝুঁকির মুখে, কারণ, গত পাঁচ দিনে তাকে নানা ধরনের হুমকি দেয়া হয়েছে৷
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
বিদেশ যাওয়া হলো না আশরাফুলের, বাসচাপায় মামাসহ নিহত ‘সন্ত্রাসীদের ঘরে ঢুকে মারা’ বিষয়ে নরেন্দ্র মোদির মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া মাতৃভূমি রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য : সেনাপ্রধান ব্রিটিশ হাই কমিশনারের সাথে বিএনপি নেতাদের বৈঠক ১ হাজার টাকার জন্য পেশাদার ছিনতাইকারীরা খুন করে ভ্যানচালক হারুনকে দেশের মানুষ পরিবর্তন চায় : মতিউর রহমান আকন্দ টানা ১১ জয়ে ডিপিএলের প্রথম পর্ব শেষ করলো আবাহনী দেশে করোনায় আরো একজনের মৃত্যু উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনের অংশ নিতে মানা সবল-দুর্বল ব্যাংক একীভূত করার কাজ শেষ হতে কত দিন লাগবে? জনগণের শক্তির কাছে আ'লীগকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল

সকল