২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

হাইতিতে কারাগার ভেঙ্গে আসামিদের পলায়ন, গুলিতে জেল পরিচালকসহ বেশ কয়েকজন নিহত

হাইতিতে কারাগার ভেঙ্গে আসামিদের পলায়ন, গুলিতে জেল পরিচালকসহ বেশ কয়েকজন নিহত -

হাইতির রাজধানী পোর্ট-অঁ-প্রিন্সের উপকণ্ঠে অবস্থিত একটি কারাগারে সহিংসতায় জেলখানার এক পরিচালকসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। কারাগারটি ভেঙ্গে অনেক আসামি পালানোর পর সেখানে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশ একথা জানায়।

হাইতির জাতীয় পুলিশের মুখপাত্র গরি দেসরোসিয়ার্স এএফপি’কে বলেন, ‘ওই কারাগারে সহিংসতায় বিভাগীয় পরিদর্শক পল হাক্টর জোসেফ নিহত হয়েছেন। তিনি বেসামরিক কারাগার ক্রইক্স দেস বৌকুয়েটস’র দায়িত্বে ছিলেন।’

সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করে তিনি আরো বলেন, এ সময় ‘অনেক আসামি পালিয়ে গেছে।’
এএফপি’র এক ফটোগ্রাফার জানান, কারাগারের আশপাশের বিভিন্ন রাস্তায় গুলিতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এই কারাগারের কয়েকজন আসামি জানান, দুপুরের দিকে তারা গোলাগুলির শব্দ শুনতে পান।
জেলখানা ভেঙ্গে আসামি পালানোর বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়।

এ ঘটনায় কারাগারের নিরাপত্তা রক্ষায় পুলিশ পাঠানো হলে তারা বিকেলের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীর ঘটনায় ৩ মামলা তৃণমূল সংগঠনের মজবুতির জন্য কাজ করতে হবে : মাওলানা আব্দুল হালিম ‘দেশ ও জাতি দুঃসময় পার করছে’ ওসমানীনগরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২ সহ-অধিনায়ক হতে পারেন রিজওয়ান মেক্সিকোয় মেয়র প্রার্থী ছুরিকাঘাতে নিহত রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহেও ক্লাস বন্ধ ঘোষণা দেশীয় খেলাকে সমান সুযোগ দিন : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের শোষণ থেকে জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে : মিয়া গোলাম পরওয়ার সিংড়ায় প্রতিমন্ত্রীর শ্যালককে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ আ’লীগের

সকল