২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মেক্সিকোর ধনকুবের কার্লোস স্লিম হাসপাতাল ছেড়েছেন

-

মেক্সিকোর ধনকুবের ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি কার্লোস স্লিম হাসপাতাল ছেড়েছেন । তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন।

শনিবার তার পরিবারের ঘনিষ্ঠ সূত্র এ কথা জানিয়েছে।

সূত্র মতে, ৮১ বছর বয়সী কার্লোস স্লিম ২৮ জানুয়ারি থেকে বাড়িতেই অবস্থান করছেন। তিনি ভালো আছেন।

তার ছেলে কার্লোস স্লিম ডোমিত গত সোমবার ট্ইুটারে বাবার কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। উপসর্গ মৃদু বলেও তিনি উল্লেখ করেন।

বৃহৎ টেলিকম কোম্পানী আমেরিকা মোবিল এর নিয়ন্ত্রণকারী স্লিম ও তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ৫৮.৫ বিলিয়ন ডলার।

ফোর্বস ম্যাগাজিন তাকে ল্যাটিন আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে উল্লেখ করেছে।

উল্লেখ্য, মেক্সিকোয় এ পর্যন্ত প্রায় ১৮ লাখ লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে এক লাখ ৫৫ হাজারেরও বেশি লোক।

বিশ্বে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের পর করোনায় সবচেয়ে বেশি লোক মারা গেছে মেক্সিকোতে।


আরো সংবাদ



premium cement