২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

গুয়েতেমালায় ১৫০ জনের মৃত্যু বা নিখোঁজ

- ছবি : সংগৃহীত

গুয়েতেমালায় শক্তিশালী ঝড় ইটার প্রভাবে সৃষ্ট ভূমিধসে প্রায় দেড়শ লোক হয় মারা গেছে না হয় নিখোঁজ রয়েছে। ভূমিধসে পুরো একটি গ্রাম কাদামাটির নিচে চাপা পড়েছে। প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামাত্তেই শুক্রবার এ খবর জানান।

এদিকে মঙ্গলবার হারিকেন হিসেবে ইটা নিকারাগুয়ায় আঘাত হানার পর মধ্য আমেরিকায় আরো ২০ জনের প্রাণহানি ঘটেছে।

গিয়ামাত্তেই জানান, কুয়েজার উত্তরাঞ্চলীয় ওই গ্রামে উদ্ধার কার্যক্রম শুরু করতে সেনা ইউনিট পৌঁছেছে।

তিনি বলেন, সেনাবাহিনীর দেয়া প্রাথমিক খবর থেকে জানা গেছে ১০০ লোক সহ দেড়শো বাড়ি মাটির নিচে চাপা পড়েছে।

এছাড়া মেক্সিকো সীমান্তবর্তী উত্তর পূর্বাঞ্চলে অপর একটি ভূমিধসে ১০ জন মারা গেছে।

গিয়ামাত্তেই বলেন, আমরা দেখেছি মারা যাওয়া এবং নিখোঁজ সব মিলিয়ে বেসরকারি হিসেবে এ সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দেড়শো।

তিনি জানান, কুয়েজার পরিস্থিতি খুবই জটিল। সেখানে অব্যাহত বৃষ্টি হচ্ছে। ফলে আরো ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। রাস্তাঘাট এখনও বন্ধ রয়েছে।

ইটা মঙ্গলবার চার ক্যাটাগরির হারিকেন হিসেবে প্রথমে নিকারাগুয়ায় আঘাত হানলেও এটি পরে পুরো মধ্য আমেরিকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

মেক্সিকোর দক্ষিণপূর্বাঞ্চলে প্রবলবর্ষণে বন্যা ও ভূমিধসে ১৯ জনের প্রাণহানি
ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চিয়াপাস রাজ্যে কমপক্ষে ১৯ জনের প্রাণহানি ঘটেছে এবং ৯ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার এ কথা জানায়। খবর এএফপি’র।

চিয়াপাস রাজ্যের নাগরিক সুরক্ষা সচিবালয় জানিয়েছে, এ পর্যন্ত রাজ্যের বিভিন্ন অঞ্চলের ২০ টি পৌর এলাকা নদীর প্লাবন ও ভূমিধসে ক্ষতিগ্রস্থ হয়েছে। মৃত ১৯ জনের পনেরো জন গুয়েতেমালার সীমান্তবর্তী মেক্সিকান রাজ্যের উত্তরাঞ্চলীয় পর্বতে অবস্থিত তিনটি আদিবাসী অধ্যুষিত পৌর এলাকার বাসিন্দা।

এল বসক পৌর এলাকায় একজন প্রাপ্তবয়স্ক ও তিনজন শিশু , চেনালহো পৌর এলাকায় এক নদীতে ১০ জন ও অক্সচুক পৌর এলাকায় নদীর ভেসে যাওয়ার পরে একজন মারা গেছে।


আরো সংবাদ



premium cement
মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান

সকল