১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

করোনা : ব্রাজিলে গড়ে প্রতিদিন ৪০ হাজার নতুন আক্রান্ত

আগস্টের শেষ নাগাদ থেকে ব্রাজিলে দৈনিক গড়ে প্রায় ৮৭০ জনের মৃত্যু হচ্ছে। - ছবি : আলজাজিরা

সারাবিশ্বে করোনাভাইরাস আক্রান্তের তালিকায় বর্তমানে ব্রাজিল দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ। তবে ব্রাজিলে করোনা সংক্রমণ কমতে শুরু করেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৪৬ হাজার ১৫০। আর এখন পর্যন্ত মারা গেছে এক লাখ ২৪ হাজার ৭২৯ জন।

বিশ্ব জরিপ ওয়েব পেইজ ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে ৪৪ হাজার ৭২৮ জন রোগী করোনায় আক্রান্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৮৩০ জন।

আগস্টের শেষ নাগাদ থেকে ব্রাজিলে দৈনিক গড়ে প্রায় ৮৭০ জনের মৃত্যু ও প্রতিদিন গড়ে ৪০ হাজার লোক নতুন আক্রান্ত হচ্ছে। তবে এখন পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ৩২ লাখ ৪৭ হাজার ৬১০ জন।

সূত্র : ওয়ার্ল্ডোমিটারস


আরো সংবাদ



premium cement