২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বলিভিয়ায় রাস্তা ও ঘরবাড়ি থেকে করোনা সংক্রমিত কয়েক শ’ লাশ উদ্ধার

-

বলিভিয়ান পুলিশ মঙ্গলবার বলেছে, তারা পাঁচ দিনে রাস্তা ও বাড়িঘর থেকে চার শ’রও বেশি লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, এদের ৮৫ শতাংশের মৃত্যু হয়েছে করোনাভাইরাস সংক্রমণে।

জাতীয় পুলিশের পরিচালক কর্নেল আইভান রোজাস সাংবাদিকদের বলেছেন, জুলাইয়ের ১৫ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে কোচাবামবা মেট্রোপলিটন এলাকা থেকে ১৯১ জন এবং লাপাজ থেকে ১৪১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

দেশটির বৃহত্তম সিটি সান্তা ক্রুজ কর্তৃপক্ষ বলেছে, তারা ৬৮ জনের লাশ উদ্ধার করেছে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সান্তা ক্রুজ। বলিভিয়ায় মোট আক্রান্ত ৬০ হাজার। এদের প্রায় অর্ধেক আক্রান্ত হয়েছে সান্তা ক্রুজে।

তিনি বলেন, প্রায় ৮৫ শতাংশ লাশে কোভিড-১৯ পজিটিভ এবং উপসর্গ পাওয়া গেছে। তাদের করোনা সংক্রমিত সন্দেহে রেকর্ড করা হবে। এ ছাড়া অন্যদের অসুস্থতা ও সহিংসতায় মৃত্যু হিসেবে রেকর্ড করা হবে।

১ কোটি ১০ লাখ লোকের এই দেশটিতে মোট করোনাভাইরাসে ২ হাজার ২শ’ লোকের মৃত্যু হয়েছে।

সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement