২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

হন্ডুরাসের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

হুয়ান অরলান্ডো হার্নান্দেজ - ছবি : সংগৃহীত

হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজের করোনাভাইরাস ধরা পড়েছে। তার স্ত্রী ও দুই সন্তানও করোনায় আক্রান্ত বলে জানা গেছে। 

গণমাধ্যমে তিনি নিজেই করোনার কথা প্রকাশ করে বলেন, দেশের প্রেসিডেন্ট এবং দায়িত্বশীল একজন নাগরিক হিসেবে আপনাদের আমি জানাতে চাই, সাপ্তাহিক ছুটির সময়ে আমি অস্বস্তি বোধ করতে থাকি। এরপর মঙ্গলবার পরীক্ষা করে আমার কোভিড-১৯ ধরা পড়েছে।

তিনি জানান, চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি সহযোগীদের মাধ্যমে কাজ অব্যাহতভাবে চালিয়ে নেবেন বলে জানিয়েছেন।

হন্ডুরাসে ৯ হাজার ৬ শত রোগী পাওয়া গেছে। মারা গেছেন ৩৩০ জনের মতো। বিবিসি


আরো সংবাদ



premium cement