১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মৌরিতানিয়ায় সাগরের উপকূল থেকে ৮৯ অভিবাসীর লাশ উদ্ধার

মৌরিতানিয়ায় সাগরের উপকূল থেকে ৮৯ অভিবাসীর লাশ উদ্ধার - সংগৃহীত

মৌরিতানিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এন’দিয়াগোর কাছ থেকে ৮৯ জন অবৈধ অভিবাসীর লাশ উদ্ধার করেছে মৌরিতানিয়ার কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৪ জুলাই) স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

মৌরিতানিয়ার নিউজ এজেন্সি জানিয়েছে, এন’দিয়াগো শহর থেকে চার কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে আটকে পড়া একটি বড় সাধারণ মাছ ধরার নৌকায় উঠেছিল এসব অভিবাসী।

প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বছর বয়সী একটি মেয়েসহ ৯ জনকে উদ্ধার করেছে মৌরিতানিয়ার কোস্টগার্ড।

বেঁচে যাওয়া যাত্রীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ৬ দিন আগে সেনেগাল-গাম্বিয়া সীমান্ত থেকে ইউরোপের উদ্দেশে ছেড়ে আসা নৌকাটিতে ১৭০ জন অভিবাসন প্রত্যাশী ছিল।
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement