১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কেনিয়ায় ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ : গুলিতে নিহত ১০

কেনিয়ায় ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ - ছবি : রয়টার্স

আফ্রিকার দেশ কেনিয়ায় ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে পার্লামেন্ট ভবনের সামনে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে জনতা। পার্লামেন্ট ভবনের একটি অংশে আগুনও দেয়া হয়েছে। এ সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে অন্তত ১০। আহত হয়েছে আরো অনেকে।

আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ সময় পার্লামেন্টে কর বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব নিয়ে ভোটাভুটি হচ্ছিল।

কর বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব নিয়ে ভোটাভুটির খবরে আজ পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন কয়েক হাজার বিক্ষোভকারী। তারা পার্লামেন্ট ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেন। তখন পুলিশ প্রথম কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে পুলিশ। এ সময় ভবনের ভেতর থেকে ধোঁয়া উড়তেও দেখা যায়।

উচ্চ মূল্যস্ফীতিতে কেনিয়ায় জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে উঠেছে। এর মধ্যে সরকার কর বৃদ্ধি করায় দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগ চান।

একই দাবিতে কেনিয়ার রাজধানী নাইরোবি ছাড়া দেশটির অন্যান্য বড় ও ছোট শহরেও বিক্ষোভ চলছে। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটছে।

সূত্র : দ্য গার্ডিয়ান, আলজাজিরা


আরো সংবাদ



premium cement