১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তিন দশকের আধিপত্য শেষ হতে যাচ্ছে নেলসন ম্যান্ডেলার দল এএনসি’র

- ছবি : টাইমস অব ইসরাইল

তিন দশকের আধিপত্য শেষ হতে যাচ্ছে নেলসন ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এনএসি)। এ নির্বাচনে বরাবরের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি দলটি।

রোববার (২ জুন) চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। এর আগে শনিবার (১ জুন) পর্যন্ত দেশটিতে ৯৮ শতাংশ ভোটকেন্দ্রের গণনা শেষ হয়েছে। এতে ৪০ দশমিক ১৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)।

টাইমস অফ ইসরাইলের খবর অনুযায়ী, এখন পর্যন্ত যে ভোট গণনা হয়েছে তাতে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) ২১ দশমিক ৭১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে। আর ১৪ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার দল উমখুনটো উই সিজ (এমকে)।

এদিকে দক্ষিণ আফ্রিকার প্রধান দলটি ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে না পারলে জোট সরকার গঠন করতে হবে। এ জন্য বিরোধী দলগুলোকে কাছে টানতে হবে।

নির্বাচনে জ্যাকব জুমার দল উমখুনটো উই সিজ (এমকে) উল্লেখজনক সাফল্য পেয়েছে। এটি এমন কিছু জায়গায় জয়ী হয়েছে, যা একসময় এএনসির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনামল অবসানের পর ১৯৯৪ সালে অনুষ্ঠিত অংশগ্রহণমূলক নির্বাচনে বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার নেতৃত্বাধীন এএনসি জয়লাভ করে। এরপর পাঁচ বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৩০ বছর ধরে ক্ষমতায় আছে এএনসি। তবে ক্ষমতা ধরে রাখলেও ধারাবাহিকভাবেই এএনসির ভোট কমছিল। সর্বশেষ ২০১৯ সালের নির্বাচনে ৫৭ শতাংশের কিছু বেশি ভোট পায় এএনসি।

সূত্র : টাইমস অফ ইসরাইল


আরো সংবাদ



premium cement