নাইজেরিয়ায় গির্জার বাদকদলের ২৫ গায়ক অপহরণ
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ অক্টোবর ২০২৩, ২০:৩৬

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমের রাজ্য ওন্ডোর একটি গির্জার বাদকদলের ২৫ গায়ককে অপহরণ করেছে সশস্ত্র বন্দুকধারীরা।
রোববার (১ অক্টোবর) স্থানীয় পুলিশ জানিয়েছে, শুক্রবার ওন্ডোর স্থানীয় সরকারি এলাকা ওসের একটি গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান চলাকালীন বন্দুকধারীরা গির্জার বাদকদলের কমপক্ষে ২৫ সদস্যকে অপহরণ করে।
ওন্ডোর পুলিশের মুখপাত্র ওলুফুনমিলায়ও ওদুনলামি-ওমিসান্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃতদের উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতার করতে ওই এলাকায় পুলিশের অপহরণ বিরোধী বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
তিনি আরো বলেন, অন্যান্য নিরাপত্তা সংস্থার সাথে মিলে কয়েকজন অপহৃতকে উদ্ধারে আমরা অনেকটাই এগিয়েছি।
তবে এ ব্যাপারে সংবাদমাধ্যমকে বিস্তারিত জানাননি তিনি।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা