‘সব হারিয়ে ফেলেছি, আর বাঁচতে চাই না’
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩৫, আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩৭
মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এটলাস পর্বতমালার আশপাশে। ওই অঞ্চলের বিছিন্ন গ্রামগুলোতে অনেকে আপনজনকে হারিয়েছেন। লাসেন তাদের মধ্যে একজন। শুক্রবার রাতের ছয় দশমিক আট মাত্রার ভূমিকম্প কেড়ে নিয়েছে তার আদরের চার সন্তান ও প্রিয়তমা স্ত্রীকে।
প্রিয়জনদের হারিয়ে তিনি এখন নিঃস্ব! তাই বেঁচে থাকার কোনো ইচ্ছেই তার আর নেই।
বুকে চাপা কষ্ট নিয়ে লাসেন বলেন, ‘আমি সব হারিয়ে ফেলেছি। এই মুহূর্তে কিছু করার শক্তি আমার মধ্যে নেই। আমি এই শোক থেকে বেরিয়ে যেতে চাই। এই পৃথিবী ছেড়ে যেতে চাই, আর বাঁচতে চাই না।’
ওই গ্রামের সবাই লাসেনের সন্তানদের মৃত্যুতে শোকে আচ্ছন্ন। মৃতদের দাফনের জন্য গ্রামের একটি পাহাড়ে কবর খোঁড়া হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা হাসনা।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা