মিশর সীমান্তে গুলিবিদ্ধ ২ ইসরাইলি কর্মকর্তা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ জুন ২০২৩, ১৫:৫৪

মিশরের নিতজানা সীমান্তে দুই ইসরায়েলি গুলিবিদ্ধ হয়েছে। শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইলের সামরিক বাহিনীর মিডিয়া সেল।
ইসরাইলের স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মিশরের নিতজানা সীমান্তে সশস্ত্র কিছু লোকের সাথে ইসরাইলি বাহিনীর গুলি বিনিময় হয়েছে। এ সময় দু’জন ইসরাইলি সেনা গুলিবিদ্ধ হয়। তবে এখন পর্যন্ত সশস্ত্র লোকদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এর আগে বলেছেন, ‘আজ সকালে পারান আঞ্চলিক ব্রিগেড এলাকায় একটি নিরাপত্তার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জন আহত হয়েছে।’
সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা সংশ্লিষ্ট এলাকায় শক্তিবৃদ্ধি করেছে এবং পরিস্থিতির দিকে দৃষ্টি রাখছে।
সূত্র : মিডল ইস্ট আই ও আরব নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা