০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০, ১৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

কসোভো সংঘর্ষে আহত ন্যাটো সৈন্য

কসোভো সংঘর্ষে আহত ন্যাটো সৈন্য - ছবি : সংগৃহীত

কসোভোয় সার্বদের সাথে আলবেনিয়ানদের সংঘাত। রাস্তায় ন্যাটোর শান্তি বাহিনী। আহত হয়েছে বেশ কিছু অফিসার।

সার্ব অধ্যুষিত অঞ্চলে আলবেনিয়ান গোষ্ঠীর মেয়র নির্বাচিত হওয়ায় সংঘর্ষ শুরু হয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে সার্বরা। সেই বিক্ষোভের মোকাবেলা করতে সোমবার পথে নামে ন্যাটোর শান্তি বাহিনী বা কেফোর। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তারা কাঁদানে গ্যাসের শেল ফাটায়। গ্রেনেডও মারা হয় বলে অভিযোগ। প্রত্যাঘাত করে সার্ব বিক্ষোভকারীরাও। তাতেই বেশ কিছু অফিসার আহত হয়েছেন।

সার্বরা মেয়র নির্বাচন বয়কট করেছিল। তা সত্ত্বেও নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সার্ব অধ্যুষিত অঞ্চলেও আলবেনিয়ান মেয়রেরা নির্বাচিত হয়। তারই প্রতিবাদে রাস্তায় নেমেছে সার্বরা।

কেফোর একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, একাধিক দেশ থেকে আসা তাদের ফোর্সের অন্তত ২৫ জন অফিসার আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। ইটালি এবং হাঙ্গেরির সেনাদের বেছে বেছে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ।

অন্যদিকে কসোভোর একটি স্থানীয় সংবাদপত্র লিখেছে, সার্ব অধ্যুষিত অঞ্চলের একটি হাসপাতালে অন্তত ৫০ জন ভর্তি আছে। সকলেই কম বেশি আহত। তবে একজনের অবস্থা গুরুতর। তার শরীরে বুলেটের আঘাত আছে।

ইতালির প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি
এদিকে ইতালির প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার দেশের সেনাদের লক্ষ্য করে এভাবে আক্রমণ করা হলে তা আর মেনে নেয়া হবে না। অন্যদিকে কসোভোয় যেভাবে নির্বাচন হয়েছে, তারও সমালোচনা করেছেন তিনি। বলেছেন, সংঘর্ষ থামাতে সমস্ত পক্ষেরই এক পা করে নিজেদের অবস্থান থেকে পিছিয়ে যাওয়া উচিত।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ১১ জন ইতালির সেনা আহত হয়েছেন। তার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তবে সকলেই ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। মৃত্যুর আশঙ্কা নেই।

সার্বদের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, তাদের বিক্ষোভ জারি থাকবে।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
বিশ্বকাপে সেরা তিন ব্যাটারের একজন হবেন কোহলি : ডি ভিলিয়ার্স মঙ্গলবার শেষ হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ বাংলাদেশে বিপুল খেলাপি ঋণ আমজনতার জীবনে কী প্রভাব ফেলছে? বিশ্বকাপের উদ্বোধনী মাতাবেন যারা শাহজাহান কামাল-উকিল সাত্তারের আসন শূন্য ঘোষণা বাংলাদেশের সাথে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে সৌদির আগ্রহ প্রকাশ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে বাংলাদেশের হার ঈদে মিলাদুন্নবীর আলোচনার সময় মৃত্যুর কোলে ঢলে পরলেন শফিজউদ্দিন মাস্টার লাকসামে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষক নিহত সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ জানুয়ারি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন : বিজিবি মহাপরিচালক

সকল