০৪ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৪ জিলকদ ১৪৪৪
`

নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৫


নাইজেরিয়ায় অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে আধাসামরিক সংস্থার তিন সদস্যসহ পাঁচজন নিহত হয়েছে।

গতকাল সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ইমোতে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে।

ইমোর পুলিশের মুখপাত্র হেনরি ওকোয়ে বলেন, নাইজেরিয়ান সিকিউরিটি অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা একটি গাড়িতে ওঠার সময় বন্দুকধারীরা অতর্কিত হামলা চালায়। এতে আধাসামরিক সংস্থার তিন সদস্যের পাশাপাশি ওবিয়াংউ সম্প্রদায়ের দুই বেসামরিক নাগরিক নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা সিনহুয়াকে বলেন, সৈন্যরা এলাকার দখল নিয়েছে। তবে কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি।

সাম্প্রতিক মাসগুলোতে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে পুলিশ স্টেশন ও কারাগারে একের পর এক বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে।

সূত্র : বাসস


আরো সংবাদ


premium cement