১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে বিধ্বস্ত মালাউই, নিহত বেড়ে ১৯০

ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে বিধ্বস্ত মালাউই, নিহত বেড়ে ১৯০ - ছবি : সিএনএন

গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে বিপর্যস্ত পূর্ব আফ্রিকার দেশ মালাউই। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে ১৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫৮৪ জন এবং নিখোঁজ রয়েছেন ৩৭ জন।

বুধবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির স্থানীয় কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার বলেছে, ঘূর্ণিঝড়ে বেঁচে যাওয়া মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই তাদের প্রিয়জনদের সন্ধান চালিয়ে যাচ্ছে।

এর আগে স্থানীয় সময় গত সোমবার (১৩ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। প্রথমে মৃতের সংখ্যা ১০০ বলা হলেও পরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে।

মালাউইয়ের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, ঘূর্ণিঝড়টি ‘দুর্বল হচ্ছে তবে দক্ষিণ মালাউই জেলার বেশিরভাগ অংশে ঝড়ো হাওয়ার সাথে যুক্ত প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে।’

মন্ত্রণালয় আরো বলেছে, ব্যাপক বন্যা ও প্রবল বাতাসের হুমকি এখনো অনেক বেশি।

দেশটি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কমিশনার চার্লস কালেম্বা মঙ্গলবার বলেছেন, ‘দক্ষিণ মালাবিতে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। অনেক জায়গা প্লাবিত হয়েছে। অনেক রাস্তা ও সেতু ভেঙে গেছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং ফোনের নেটওয়ার্কেও সমস্যা দেখা দিয়েছে। এটা আরো ভয়ানক হয়ে উঠছে।’

এ ছাড়া খারাপ আবহাওয়ার জন্য উদ্ধার অভিযানেও সমস্যা হচ্ছে বলে তিনি জানান।
সূত্র : সিএনএন


আরো সংবাদ



premium cement