১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

হাদিস পড়তে পড়তে শিক্ষকের মৃত্যু

হাদিস পড়তে পড়তে শিক্ষকের সৌভাগ্যের মৃত্যু - ছবি : সংগৃহীত

মাধ্যমিক বিদ্যালয়ে সকালবেলা শিক্ষার্থীদের শরীরচর্চার পাঠ দিচ্ছেন শিক্ষক। প্রসঙ্গক্রমে শরীরচর্চা বিষয়ে আলোচনার সময় হাদিসের উদ্ধৃতি দিচ্ছিলেন তিনি। আর ঠিক তখনই হাদিস পাঠ করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই শিক্ষক।

গত সোমবার ঘটনাটি ঘটেছে মিসরের কাফর এল শেখ গভর্নরেটের একটি মাধ্যমিক স্কুলে। স্কুলটির নাম নিউ বেলা মাধ্যমিক বিদ্যালয়।

স্কুল কর্তৃপক্ষ জানায়, সৌভাগ্যবান ওই শিক্ষকের নাম ইবরাহিম আল কাহাফি। তিনি স্কুলটির শরীরচর্চার নিয়মিত শিক্ষক।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে মিসরীয় একটি পত্রিকার বরাত দিয়ে আলজাজিরা জানায়, শিক্ষক ইবরাহিম আল কাহাফি দিনের শুরুতে শরীরচর্চার পাঠ দিতে শিক্ষার্থীদের জড়ো করেন। এ সময় মহানবী সা:-এর জন্মদিন উপলক্ষে আলোচনা করেন তিনি। প্রসঙ্গক্রমে আলোচনার মধ্যে হাদিমের উদ্ধৃতি দেন ইবারাহিম। ঠিক তখনই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে স্থানীয় বেলা কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার আগেই হার্ট অ্যাটাকে মারা যান ওই শিক্ষক।

শিক্ষক ইবরাহিম আল কাহাফির এরূপ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলটির একজন শিক্ষক ও কাফর এল শেখ গভর্নরেটের গভর্নর জামাল নুরুদ্দীন।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement