২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

জিম্বাবুয়েতে হামের প্রাদুর্ভাবে ১৫৭ শিশুর মৃত্যু

- ছবি - সংগৃহীত

জিম্বাবুয়েতে হামের প্রাদুর্ভাবে ১৫৭ শিশু মারা গেছে।

তথ্যমন্ত্রী মনিকা মুতসভাংওয়া বলেছেন, ১৫ আগস্ট পর্যন্ত কমপক্ষে দুই হাজার ৫৬ শিশু হামে আক্রান্ত হয়েছে। মৃত শিশুদের মধ্যে অধিকাংশ টিকা নেয়নি। খবর এএফপি’র।

সরকার জানিয়েছে, শিশুদের টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। কর্মসূচি সফল করতে স্থানীয় ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করা হয়েছে।

গত সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ বিধিনিষেধ শিথিল করার পরে চার্চের সমাবেশগুলোকে হামের বিস্তারের জন্য দায়ী করেছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এপ্রিল মাসে সতর্ক করেছিল যে, শিশুদের টিকা দানে বিলম্বের কারণে আফ্রিকা প্রতিরোধযোগ্য রোগের প্রাদুর্ভাবের ঝুঁকির সম্মুখীন হচ্ছে।


আরো সংবাদ



premium cement