২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ওপেকের সেক্রেটারি জেনারেলের নাইজেরিয়ায় ইন্তেকাল

মোহাম্মদ বার্কিন্ডো। - ফাইল ছবি।

পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ‘অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজে’র (ওপেক) সেক্রেটারি জেনারেল মোহাম্মদ বার্কিন্ডো ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওইয়ান্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

বুধবার আলজাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যগুলো তার ইন্তেকালের খবর নিশ্চিত করে। বার্কিন্ডো নাইজেরিয়ান ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের (এনএনপিসি) প্রধানের দায়িত্বও পালন করেছেন।

এনএনপিসি কমিটি সর্বপ্রথম এক বিবৃতিতে তার মারা যাওয়ার খবর সামনে আনে। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এক টুইটবার্তায় এ খবর জানান।

কোম্পানির বিবৃতিতে জানানো হয়, মোহাম্মদ বার্কিন্ডো কয়েক ঘন্টা আগে নাইজেরিয়ার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন এবং আবুজাতে অনুষ্ঠিত এনার্জি সামিটে ভাষণও দেন।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মোহাম্মদ বার্কিন্ডো ১৯৮০ সালে নাইজেরিয়ার অয়েল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেন। তিনি এনএনপিসির বিভিন্ন পদে চাকরি করেছেন। এক পর্যায়ে বার্কিন্ডো ওপেকের ইকোনমিক কমিশন বোর্ডে নাইজেরিয়ার প্রতিনিধিত্ব করার সম্মান অর্জন করেন।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement