১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মরুভূমিতে তীব্র পিপাসায় প্রাণ হারালেন যুবক, মৃত্যুর আগে আবেগঘন আবেদন (ভিডিও)

মরুভূমিতে তীব্র পিপাসায় প্রাণ হারান এই যুবক। - ছবি : সংগৃহীত

সুদানের এক মরুভূমিতে তৃষ্ণার্ত হয়ে প্রাণ হারিয়েছেন আব্দুর রহমান আস সাইয়েদ আব্দুল্লাহ নামের এক যুবক ও তার তিন সফরসঙ্গী।

গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হন তারা। পরে দুর্গম এক মরুভূমিতে গাড়ি নষ্ট হলে সেখানেই পানির অভাবে মৃত্যুবরণ করেন তারা।

আব্দুর রহমান আস সাইয়েদ আব্দুল্লাহ মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওটি আরব বিশ্বে ব্যাপক ভাইরাল হয়েছে।

ভিডিওতে আব্দুর রহমানকে রাজধানী খার্তুম থেকে ৩৭০ কিলোমিটার দূরে উবাইদিয়াহ নামক শহরের কাছাকাছি একটি মরুভূমিতে বালুর টিলার পাশে দেখা যায়, তিনি অত্যন্ত তৃষ্ণার্ত অবস্থায় তিনি বলেন, ‘ভাইয়েরা, তোমরা আমাকে ক্ষমা কোরো, যাদের কাছে আমি ঋণী তারা আমাকে মাফ করবে আশা করছি।’

তার স্ত্রী চার সন্তানের জননীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তুমি ধৈর্য ধরে থেকো। আমি তোমাকে মাফ করলাম, তুমিও কোরো।’ এভাই সবার কাছেই ক্ষমা চান আব্দুর রহমান।

এরপর তার কালিমা শাহাদাত পাঠ করার সাথে সাথেই ভিডিওটি শেষ হয়ে যায় এবং তিনি মৃত্যুবরণ করেন।

আব্দুর রহমানের চাচাতো ভাই ওমর আশ শুকরি বলেন, গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হন তিনি। তার সাথে আরো চারজন ছিল। সফরসঙ্গীদের একজন ১০ ঘণ্টা পায়ে হেঁটে একটি জনপদে পৌঁছেই জ্ঞান হারান। জ্ঞান ফেরার পর তিনি তার সঙ্গীদের ব্যাপারে জানান। সেখানে গিয়ে তাদের মৃত পাওয়া যায়। পরে তাদেরকে দাফন করা হয়েছে।

তিনি আরো জানান, তাদের সাথে একদিনের পানি ছিল। কিন্তু তারা পথ হারিয়ে এই পরিস্থিতির শিকার হন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল