২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

দেশকে বাঁচাতে জনগণকে ফান্ড গঠনের আহ্বান তিউনিসিয়ার গ্র্যান্ড মুফতির

তিউনিসিয়ার গ্র্যান্ড মুফতি শায়খ ওসমান বিত্তিখ - ছবি : সংগৃহীত

দেশ যে রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি তা থেকে উত্তরণে সরকারকে সহযোগিতা স্বরূপ জনগণকে ফান্ড গঠনের আহ্বান জানিয়েছেন তিউনিসিয়ার গ্র্যান্ড মুফতি শায়খ ওসমান বিত্তিখ।

বৃহস্পতিবার আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, তিউনিসিয়ার জনগণের উদ্দেশে শায়খ ওসমান বিত্তিখ বলেছেন, ‘দেশ যতক্ষণ না সঙ্কট থেকে বেরিয়ে আসে তার আগ পর্যন্ত আমাদেরকে দান করতে হবে।’

তিনি বলেন, ‘তিউনিসিয়া এখন অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে কঠিন সময় পার করছে, এখন ধর্মীয় ও নৈতিকভাবে দেশকে সমর্থন ও সহযোগিতা করা ওয়াজিব (অবশ্য কর্তব্য)। যারা নিরুৎসাহিত করে তাদের আহ্বান উপেক্ষা করে জনগণকে দেশের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো সমাজই নিরুৎসাহী মুক্ত নয়।’

উল্লেখ্য, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে তিউনিসিয়া এখন কঠিন সময় পার করছে। গত বছরের ২৫ জুলাই দেশটির প্রেসিডেন্ট কায়েস সাঈদ প্রধানমন্ত্রীকে বরখাস্ত ও পার্লামেন্ট স্থগিত করার পরই এই সঙ্কটাবস্থা তৈরি শুরু হয়।
সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement