২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নাইজেরিয়ায় কয়েকটি হামলায় ২ শতাধিক নিহত

নাইজেরিয়ায় কয়েকটি হামলায় ২ শতাধিক নিহত - ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে বন্দুকধারীরা এ সপ্তাহে কয়েকটি হামলায় কমপক্ষে ২০০ জনকে হত্যা করেছে। রোববার সরকারের একজন নারী মুখপাত্র এএফপিকে জানান, নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে কয়েক বছর ধরে জমিতে প্রবেশাধিকার নিয়ে পশুপালক ও কৃষকদের মধ্যে তুমুল সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এদের কয়েকটি দল দস্যু দল হিসেবে আবির্ভুত হয়েছে যারা হত্যা, লুট ও অপহরণে লিপ্ত রয়েছে।

মানবিক বিষয়ক মন্ত্রী সাদিয়া উমর ফারুকের মুখপাত্র আরো বলেন, দস্যুদের হামলার কারণে ২ শতাধিক লোককে সমাহিত করা হয়েছে।

মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, আমরা বাড়িঘর থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুত ব্যক্তিদের নিয়েও চিন্তিত।

‘দস্যুরা বাড়িঘর গুঁড়িয়ে দেয়ার কারণে ১০ হাজারেরও বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে। তবে অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না।

শনিবার সংশ্লিষ্ট এলাকার ৪ জন বাসিন্দা এএফপিকে বলেছেন, বন্দুকধারীরা আঙ্কা ও বুক্কুয়ুম জেলায় তাণ্ডব চালায়। দুই দিনে সেখানে অন্তত ১৪০ জনকে হত্যা করা হয়েছে।

কুরফা দনিয়া গ্রামের বাসিন্দা বাবান্দি হামিদু জানান, উগ্রবাদীরা যে কাউকে দেখামাত্র গুলি চালিয়েছে।

শনিবার রাতে গভর্নর জেইলানি বাপ্পার মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘জামফারার গভর্নর বেলো মাতাওয়ালে মাত্র ৫৮ জন নিহত হয়েছে বলে উল্লেখ করেছেন।’

আঙ্কার আমির ২২ জন এবং বুক্কুয়ুমের আমির ৩৬ জন নিহত হওয়ার খবর জানিয়েছেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি হামলার নিন্দা করেছেন।


আরো সংবাদ



premium cement

সকল