২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

সুদানে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ : নিহত ৫৪

সুদানে গণতন্ত্রের দাবিতে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ - ছবি : সংগৃহীত

সুদানে গণতন্ত্রের দাবিতে শুরু হওয়া তীব্র বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫৪ ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। শনিবার সুদানি চিকিৎসকদের একটি সংগঠন এমন তথ্য দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

সুদানি চিকিৎসকদের সংগঠন ‘দ্যা সেন্ট্রাল কমিটি অব সুদানিস ডক্টরস’ জানিয়েছে, বৃহস্পতিবার শুরু হওয়া সামরিক সরকারবিরোধী বিক্ষোভে সরাসরি গুলিতে আহত ২৩ বছর বয়সী আবদুল্লাহ আব্বাস মারা গেছেন। আবদুল্লাহ আব্বাস মারা যাওয়ার ফলে বৃহস্পতিবারের ওই বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ছয়। ফলে ২০২১ সালের ২৫ অক্টোবর তারিখ থেকে এখন পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা হয়েছে ৫৪ জন।

বৃহস্পতিবার সুদানের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। এসব এলাকার মধ্যে আছে সুদানের রাজধানী খার্তুম। সুদানের পূর্বাঞ্চলে কাসালা ও পোর্ট সুদানে বিক্ষোভ হয়েছে। এছাড়া সুদানের উত্তরাঞ্চলের আতবারা শহরেও বিক্ষোভ হয়েছে। এসব অঞ্চলের সাধারণ মানুষ গণতন্ত্রের দাবিতে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। তারা সুদানি সেনাবাহিনী ও দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোকের মধ্যে যে রাজনৈতিক চুক্তি হয়েছে তার নিন্দাও করেছেন।

উত্তর আফ্রিকার এ দেশটিতে ২৫ অক্টোবর তারিখ থেকে এমন অস্থিরতা চলছে। ওই সময় আবদাল্লা হামদোকের নেতৃত্বে থাকা অন্তর্বর্তীকালীন সুদানি সরকারকে ক্ষমতাচূত্য করে দেশটির সেনাবাহিনী। ওই সময় জরুরি অবস্থাও ঘোষণা করা হয়।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement
‘মুসলিমদের সম্পদ পুনর্বণ্টন’ অভিযোগ মোদির, এফআইআর সিপিএমের প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিখ্যাত চালকবিহীনবিমানের আবিষ্কারক কটিয়াদীতে আসছেন গাজার গণকবরের ‘বিশ্বাসযোগ্য ও স্বাধীন’ তদন্তের আহ্বান জাতিসঙ্ঘের চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা পেকুয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ তড়িঘড়ি ও জোরপূর্বক একীভূতকরণ ব্যাংকিং খাতে অব্যাহত দায়মুক্তির নতুন মুখোশ : টিআইবি লেবাননে ইসরাইলি হামলায় ইরান সমর্থিত যোদ্ধা নিহত জিম্বাবুয়ে সিরিজের জন্য ক্যাম্পে ডাক পেলেন ১৭ ক্রিকেটার, নেই সাকিব-মোস্তাফিজ উত্তর গাজায় আবারো ইসরাইলের গোলাবর্ষণ ধামরাইয়ে তাপদাহে জনজীবন কাহিল, ডায়রিয়াসহ জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ

সকল