২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কেপটাউনে পার্লামেন্ট ভবনে আগুন

- ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পার্লামেন্ট ভবনে বড় ধরনের অগ্নিকান্ড ঘটেছে।

রোববার গ্রিনিচ মান সময় ০৫.০৩ টায় ভবন থেকে আগুন এবং প্রচুর ধোঁয়া বেরুতে দেখা গেছে। আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে অগ্নিনির্বাপক কর্মীদের।

নগরীর জরুরি সেবা বিভাগের একজন মুখপাত্র জানান, পার্লামেন্ট ভবনে আগুন লেগেছে। এ আগুন ছাদ পর্যন্ত পৌঁছে গেছে।

তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হচ্ছে না। দেয়ালেও ফাটল দেখা দিয়েছে ।
আগুন কিভাবে লেগেছে তা জানা যায়নি।

কেপটাউনের পার্লামেন্ট হাউস তিনটি ভবন দ্বারা গঠিত। পুরনো ভবনটি ১৮৮৪ সালে নির্মিত। বাকী দুটি ১৯২০ ও ১৯৮০ সালে নির্মিত হয়।

সূত্র : এএফপি ও বাসস


আরো সংবাদ



premium cement