২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

হাফতারের অনুপস্থিতিতে তার মৃত্যুদণ্ড দিল লিবিয়ার আদালত

লিবিয়ার যুদ্ধবাজ নেতা খলিফা হাফতার - ছবি : সংগৃহীত

লিবিয়ার মিসরাতায় অবস্থিত দেশটির একটি সামরিক আদালত যুদ্ধবাজ খলিফা হাফতারের অনুপস্থিতিতে তার মৃত্যুদণ্ড দিয়েছে। ২০১৯ সালে লিবিয়ার সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বিষয়ক এয়ার ডিফেন্স কলেজে বোমা হামলার নির্দেশ দেয়ার কারণে তাকে এ সাজা দেয়া হয়। ওই বোমা হামলায় এক লিবিয়ান সেনা নিহত হয়েছিল। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড।

বৃহস্পতিবার লিবিয়ার মিসরাতায় অবস্থিত ওই সামরিক আদালতে খলিফা হাফতারের বিরুদ্ধে দেয়া রায়ে বলা হয়েছে, এ সামরিক আদালতের বিচারক খলিফা হাফতারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এছাড়া লিবিয়ার সামরিক পুলিশ বাহিনীকে বলেছেন হাফতার ও অন্য শীর্ষ ছয় কর্মকর্তার ওপর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে। লিবিয়ার আল-আহরার টিভি চ্যানেল এমন সংবাদ প্রকাশ করেছে।

লিবিয়ার গণমাধ্যমে দেশটির সামরিক আদালতের বিচারক কর্তৃক স্বাক্ষরিত একটি নথি (প্রমাণপত্র) প্রচারিত হচ্ছে। ওই নথিতে বলা হয়েছে, লিবিয়ার মিসরাতায় অবস্থিত দেশটির সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বিষয়ক এয়ার ডিফেন্স কলেজে বোমা হামলার নির্দেশ দেয়ার কারণে খলিফা হাফতারকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ওই এয়ার ডিফেন্স কলেজে খলিফা হাফতারের ‘ন্যাশনাল আর্মি’ বাহিনী বোমা হামলা করেছিল।

লিবিয়ার সামরিক আদালতের রায়ে আরো বলা হয়েছে, আদালত যে সকল অপরাধীদের বিষয়ে এমন রায় দিয়েছে তারা কোনো বেসামরিক নাগরিক অধিকার ভোগ করতে পারবে না। এছাড়া সামরিক আইন ভঙ্গের কারণে তাদেরকে সেনাবাহিনীর চাকরি থেকেও অব্যাহতি দেয়া হয়েছে।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড


আরো সংবাদ



premium cement