২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মোগাদিসুতে গাড়িবোমা হামলায় নিহত ৮

সোমালিয়ার রাজধানী মোগাদিসু-গাড়িবোমা হামলা-নিহত
হতাহতদের নিয়ে যাচ্ছেন মেডিক্যাল কর্মীরা - ছবি : সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়িবোমা বিস্ফোরণে আটজন নিহত ও আরো ১৭ জন আহত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জাতিসঙ্ঘের এক নিরাপত্তা গাড়িবহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে পুরো মোগাদিসু শহর কেঁপে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে গোলাগুলির শব্দও শোনা যায়।

সোমালিয়ার উগ্রবাদী সংগঠন আল-শাবাব হামলার জন্য দায়িত্ব স্বীকার করেছে।

ঘটনার বিষয়ে মোগাদিসুতে এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশের মুখপাত্র আবদি ফাতাহ আদেন হাসান বলেন, 'আমরা আট নিহত এবং ১৩ শিক্ষার্থীসহ ১৭ আহতের সংখ্যা পেয়েছি।'

তিনি জানান, আত্মঘাতী বোমা হামলাকারী তার বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে জাতিসঙ্ঘের নিরাপত্তা গাড়িবহর লক্ষ্য করে এই হামলা করে।

মোগাদিসুর এক স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় জাতিসঙ্ঘের গাড়িবহর লক্ষ্য করে হামলা করা হয়।

তবে বোমা হামলায় জাতিসঙ্ঘের কোনো কর্মকর্তা বা কর্মী হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে জাতিসঙ্ঘের কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মোগাদিসুর প্রাণকেন্দ্র কে-ফোর জংশনে এই বিস্ফোরণ এত জোরালো ছিলো যে কাছাকাছি থাকা ভবনের দেয়াল ধসে পড়ে।

কাছাকাছি ওসমান হাসপাতালের এক নার্স মোহাম্মদ হুসাইন জানান, তাকে ধসে পড়া ধ্বংসস্তুপের নিচ থেকে বের করা হয়েছে।

তিনি বলেন, 'আমাদের হাসপাতালের দেয়াল ধসে পড়েছে। আমাদের বিপরীতে থাকা একটি বিদ্যালয়ের দেয়ালও ধসে পড়েছে। আমি জানি না ঠিক কতজন মারা গেছে।'

আল-শাবাব তার আন্দালুস রেডিওতে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবারের এই হামলা আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী গাড়িবহরে থাকা পশ্চিমা কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো হয়েছে।

আলকায়েদা সংশ্লিষ্ট এই সংগঠনটি দীর্ঘদিন থেকেই সোমালিয়ায় দেশটির সামরিক বাহিনী ও শান্তিরক্ষী মিশন লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
‘রাষ্ট্রধর্ম ইসলাম’ সংবিধান বিরোধী নয় ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুরের ইন্তেকাল থাইল্যান্ডের রাজা-রাণীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গ্যাস বিতরণে সিস্টেম লস ২২ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশে নেমে এসেছে : নসরুল হামিদ গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের

সকল