১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ইথিওপিয়া থেকে ৪ আইরিশ কূটনীতিক বহিস্কার

আদ্দিস আবাবা শহর - ছবি : রয়টার্স

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়া থেকে আয়ারল্যান্ডের চার কূটনীতিককে বহিস্কার করা হয়েছে। রাজধানী আদ্দিস আবাবায় কর্মরত আইরিশ ছয় কূটনীতিকের মধ্যে চারজনের বিরুদ্ধে এই আদেশ দেয়া হয়েছে।

বুধবার আয়ারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়।

বহিস্কৃত কূটনীতিকদের এক সপ্তাহের মধ্যে ইথিওপিয়া ত্যাগ করার আদেশ দেয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ইথিওপিয় কর্তৃপক্ষ আভাস দিয়েছে দেশটির চলমান সংঘর্ষ ও মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আয়ারল্যান্ডের উচ্চকন্ঠ হওয়াই এর মূল কারন।

পররাষ্ট্রমন্ত্রী সিমন কনভেনি বলেছেন, ইথিওপিয়া সরকারের এ সিদ্ধান্তে আমি দুঃখ প্রকাশ করছি।

এই পদক্ষেপকে সাময়িক বলে আশা প্রকাশ করেন তিনি।

আয়ারল্যান্ড ১৯৯৪ সালে ইথিওপিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর থেকে আয়ারল্যান্ড ইথিওপিয়াকে ১৮ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আয়ারল্যান্ড ইথিওপিয়ায় কার্যক্রম চালানো অংশীদারদের মাধ্যমে এক কোটি ৮০ লাখ ডলার অর্থ ছাড় করতে যাচ্ছে।

কনভেনি ইথিয়পিয়ার সরকার ও টিগ্রায়ান পিপলস লিবারেশন ফোর্সের নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে চলমান সংঘাতে আয়ারল্যান্ডের অবস্থানকেই সমর্থন করেছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ নভেম্বরের ইথিওপিয়ায় অস্ত্রবিরতির আহ্বান সংবলিত বিবৃতিতে আয়ারল্যান্ডও স্বাক্ষর করেছে।

আদ্দিস আবাবায় আইরিশ দূতাবাস বন্ধ করা হবে না। দূতাবাসে বাকি যে দুজন কূটনীতিক থাকবেন তারাই আফ্রিকান ইউনিয়নসহ অন্যান্য সংস্থার সাথে তাদের কাজ চালিয়ে যাবেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল