২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নাইজেরিয়ায় ৮০ স্কুলশিক্ষার্থীকে অপহরণ, সংঘর্ষে নিহত এক পুলিশ

নাইজেরিয়ায় ৮০ স্কুলশিক্ষার্থীকে অপহরণ - ছবি : এএফপি/আলজাজিরা

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেব্বি রাজ্যের এক স্কুল থেকে অন্তত ৮০ শিক্ষার্থী ও পাঁচ শিক্ষককে অপহরণ করেছে বন্দুকধারীরা। বৃহস্পতিবারের এই ঘটনায় সংঘর্ষে এক পুলিশ সদস্যও নিহত হয়েছেন।

কেব্বি রাজ্যের প্রত্যন্ত বিরনিন ইয়াউরি শহরে ফেডারেল গভর্নমেন্ট কলেজে পাঠ কার্যক্রম চলাকালে এই হামলা করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সকে ওই স্কুলের শিক্ষক উসমান আলিয়ু জানান, ৮০ জনের বেশি শিক্ষার্থীকে বন্দুকধারীরা অপহরণ করে নিয়ে যায়, যাদের বেশিরভাগ মেয়ে।

তিনি বলেন, 'তারা এক পুলিশ সদস্যকে হত্যা করে গেট ভেঙ্গে স্কুলে ঢোকে এবং সোজা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে চলে যায়।'

কেব্বি পুলিশের মুখপাত্র নাফিয়ু আবু বকর জানান, বন্দুকধারীদের গুলিতে এক পুলিশ নিহত হওয়ার পাশাপাশি এক শিক্ষার্থী আহত হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি বলেন, অপহৃত শিক্ষার্থী ও শিক্ষকদের অনুসন্ধানে নিরাপত্তা বাহিনী আশেপাশের জঙ্গলে তল্লাশি করছে।

নাইজেরিয়ায় গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত বিভিন্ন ঘটনায় আট শ'র বেশি শিক্ষার্থীকে অপহরণ করেছে দুষ্কৃতরা। এদের মধ্যে কিছু সংখ্যক মুক্তি পেলেও বাকিরা এখনো নিখোঁজ।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement