২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নাইজেরিয়ায় অজ্ঞাত বন্দুকধারীদের ৩০০ স্কুলছাত্রীকে অপহরণ

- প্রতীকী ছবি

নাইজেরিয়ার এক বোর্ডিং স্কুল থেকে তিন শ’র বেশি ছাত্রীকে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমের জামফারা রাজ্যের তালাতারা মাফারা অঞ্চলের ওই বোর্ডিং স্কুল থেকে এই ছাত্রীদের অপহরণ করা হয়।

ঘটনার জেরে নাইজেরিয়ার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, অজ্ঞাত বন্দুকধারীরা ওই স্কুল থেকে ৩১৭ ছাত্রীকে অপহরণ করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘জামফারা স্টেট পুলিশ সামরিক বাহিনীর সাথে যৌথ অনুসন্ধানী ও উদ্ধার অভিযানে সহায়তা করছে।’

অপহৃত এক ছাত্রীর বাবা আলহাজি বেলো মাইকুসা জাঙ্গেবে জানান, খুব সকালে গোলাগুলির শব্দে তার ঘুম ভেঙে যায়।

আনাদোলু এজেন্সির কাছে ফোনে সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমরা চিন্তা করেছিলাম তারা সাধারণভাবেই বাসিন্দাদের ওপর হামলা করতে আসবে। দুর্ভাগ্যজনকভাবে, এবার তারা ছাত্রীদের লক্ষ্য করে আক্রমণ করে এবং প্রায় ৩২৭ জনকে অপহরণ করে। পরে আমরা জানতে পারি অল্প কিছু ছাত্রীই হামলা থেকে রক্ষা পেয়েছে।’

অপহৃত অপর এক ছাত্রীর অভিভাবক মালাম সাইদু কাওয়াইরু জানান, বন্দুকধারীরা সাতটি গাড়িতে চড়ে এসে এলোপাতাড়ি গুলি শুরু করে।

তিনি বলেন, ‘গুলির প্রচণ্ড শব্দের মধ্যে আমরা অপহৃত মেয়েদের সাহায্যের জন্য চিৎকারের আওয়াজ শুনতে পাই।’

হামলার জন্য এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

সূত্র : আনাদোলু এজেন্সি ও রয়টার্স


আরো সংবাদ



premium cement