১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আলজিরিয়ায় দাবানলে ২ জনের মৃত্যু

- ছবি : সংগৃহীত

আলজেরিয়ার রাজধানীর পশ্চিমে এক দাবানলে দু’জনের প্রাণহানি ঘটেছে। দেশটির জরুরি সেবা সংস্থাগুলি শনিবার এ কথা জানায়। খবর এএফপি’র।

উপকূলীয় শহর টিপাজার কাছাকাছি আগুন লাগার পর আশপাশের বাসিন্দাদের তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়। আগুনে চিকেন কুপে থাকা দুই ব্যক্তির প্রাণহানি ঘটে।

শুক্রবার রাতে ওই অগ্নিকান্ডের আগুন নেভানোয় আলজিয়ার্স থেকে ৫০ জনের বেশি অতিরিক্ত দমকলকর্মী পাঠানো হয়। গত ২৪ ঘন্টায় আলজেরিয়ার উত্তরাঞ্চলিয় দেশের ৫৮ টি প্রদেশের ১০ টিতে অগ্নিকান্ডের খবর পাওয়া গেছে।

সেপ্টেম্বরে, টিপাজা কর্তৃপক্ষ ইতোমধ্যে ২০১০ সালের পর বছরটিকে সবচেয়ে খারাপ বছর ঘোষণা করেছে। বছরটিতে বন্য আগুনে প্রায় ৯০০ হেক্টর (২,২০০ একর) জমির বন বা ফসলাদি ধ্বংস সাধিত হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উত্তর আফ্রিকার দেশটিতে মৌসুমী দাবানল প্রায়ই আঘাত হানে।
প্রতিবছর আলজেরিয়া তার গাছপালার এক শতাংশ মৌসুমী দাবানলে হারিয়ে যায়।


আরো সংবাদ



premium cement